• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪০:৪২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

২টার মধ্যে শেষ হবে গণনা, জাকসুর ফল সন্ধ্যা ৭টায়

১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ভোট গণনা আজ শনিবার বেলা ২টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় জাকসুর ফল ঘোষণা করা হবে।

Ad

শনিবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

Ad
Ad

অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, একজন শিক্ষক পদত্যাগের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি। কিন্তু নির্বাচন কমিশনে কোনো পদত্যাগপত্র আসেনি।

এদিকে, ভোটগ্রহণের চব্বিশ ঘণ্টা পরও জাকসু নির্বাচনের ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। এর এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও নির্বাচন কমিশনের নির্দেশে গণনা শুরু করা হয়।

এদিকে, ফলাফল ঘোষণার আগেই জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সেদিন ছাত্রদল সমর্থিতসহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচন বয়কট করে। নির্বাচন কার্যক্রম থেকে পদত্যাগ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য। সেদিন সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও তা রাত পৌনে ১০টায় শুরু হয়। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ। চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯

সংবাদ ছবি
কৃষি উদ্ভাবনে বৈশ্বিক স্বীকৃতি পেলো উইগ্রো
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:৪০

সংবাদ ছবি
বিশ্বকাপ ২০২৬ ড্র দেখবেন যেভাবে
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৬







Follow Us