খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় অনলাইনভিত্তিক নারী উদ্যেক্তাদের ব্যবসা দিন দিন বাড়ছে। ডিজিটাল প্লাটফর্ম ফেসবুক পেইজে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনায় আগ্রহী হয়ে উঠেছেন জেলার অনেক নারী উদ্যোক্তা।
এতে ঘরে বসেই পারিবারিক কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। অল্প পুঁজিতেই নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে সফল হয়েছেন তার মধ্যেই রিতা চক্রবর্তী একজন। স্বামীর কাছ থেকে ৫০০০ হাজার টাকা নিয়ে করোনা ভাইরাসের প্রকোপের সময় শুরু করেন অনলাইন ব্যবসা।
শুরুতে কয়েকটি শাড়ি ও চাদর কিনে শুরু করেন অনলাইন ব্যবসা। বর্তমান তার প্রতিষ্ঠানে রয়েছে প্রায় তিন লক্ষ টাকার মতো শাড়ি কাপড়, যার মধ্যে রয়েছে ঢাকাই জামদানি, সিলেটের মনিপুরী, ইন্ডিয়ান বালুচুড়ি, স্বর্ণচুড়ি, টাঙ্গাইল তাঁতের শাড়ি।
এ কাজে আয় সম্পর্কে রিতা চক্রবর্তী বলেন, এখন প্রতি মাসে আমার ভালোই আয় হয়। পরিবার আমার কাজে সব সময় সহযোগিতা করছে। নিজের অনলাইন ব্যবসা আরও বড় করার ইচ্ছে আছে। ইচ্ছে আছে একটি অনলাইন শপিং সেন্টার প্রতিষ্ঠা করা। এছাড়া আমার কাজের পাশাপাশি কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই।
জেলার প্রায় অনেক নারী উদ্যোক্তা এভাবে স্বনির্ভরতা অর্জন করেছেন। দিন দিন বাড়ছে এদের সংখ্যা। অনলাইনে মানুষের খাদ্যপণ্য ও পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক নারীই ঘরে বসে উদ্যোক্তা জীবন শুরু করেন। যা এখনো ধরে রেখেছেন নারী উদ্যোক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available