• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৩৩:১৩ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ

নির্বাচন এলেই সুবিধাবাদীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেন: এমপি কুজেন্দ্র

১০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:০৯:২৮

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় পানছড়ি বাজারে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ পানছড়ি উপজেলা সভাপতি মো. আবদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনই বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে পারেনি। বারবার তারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে করেছে। নির্বাচন এলেই সুবিধাবাদীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। তারা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের সকল শক্তিকে দুর্বল করার জন্য চেষ্টা চালায়। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর একটি আঙ্গুলের ইশারায় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বের জন্য আজকের এই আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, জেলা পরিষদের সদস্য খোকণেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০