• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৫৪:৫৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

৪ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:১৯

সংবাদ ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাহিম রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজারকুল পাঞ্জেগানা-সোনাইছড়ি সড়কের ভগমান টিলার নিচ থেকে তাকে আটক করা হয়।

আটক ফাহিম রহমান কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের ভগমান টিলার নিচ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার শরীরের বুকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই এমদাদ জানান, আটক ফাহিমের নামে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রামুকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬