• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৯:২১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভোলায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি: ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারি তামিম নামের এক যুবকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ।আটক মাদক কারবারি মো. তামিম হোসেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিলনের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ইলিশা লঞ্চঘাটে সন্দেহজনক হিসেবে পুলিশ তল্লাশি করলে তামিমের ব্যাগে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তামিম প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানান, কক্সবাজারের একটি হোটেল থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ভোলায় নিয়ে আসার পথে ইলিশা ঘাটে এসেছিলেন।ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজিব ইসলাম বলেন, আমরা প্রতিদিনের ন্যায় ইলিশা ঘাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনাকালে সন্দেহ জনক ব্যাক্তি তামিমের বহনকৃত ব্যাগ সার্চ করলে নীল রঙের ৫টি প্যাকেটে মোট এক হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।