• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৫৪:০০ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

টেকনাফে ৩ বন প্রহরী অপহৃত: ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি সন্ত্রাসীদের

৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:২৪:৩৪

সংবাদ ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে এবার ৩ বন প্রহরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে । তাদের ফিরে পেতে অপহরণ চক্রের হাতে জন প্রতি ২০ লক্ষ করে ৩ জনের থেকে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

২ সেপ্টেম্বর শুক্রবার হ্নীলা দমদমিয়ার ন্যাচার পার্কের পশ্চিম পাহাড়ে বন বিভাগের দায়িত্ব পালন কালে তারা অপহরণের শিকার হন। অপহরণ হওয়া বনকর্মীরা হলেন হ্নীলা ৯নং ওয়ার্ডের মো. শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান।

স্থানীয়রা জানান, ৩ বন প্রহরীকে অপহরণের কথা জানার পর ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী সিপিজি সদস্য ও বন বিভাগের কর্মীদের নিয়ে রাত পর্যন্ত গহীন পাহাড়ে অনেক খুঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাননি।

শনিবার সকালে মুচনী বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ‘পাহাড়ে পাহারার দায়িত্ব পালনকালে আমাদের ৩ জন লোককে ধরে নিয়ে গেছে। তাই আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, আমার এলাকার ৩ জন বন প্রহরীকে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে জনসাধারণসহ গহীন পাহাড়ে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি সম্মিলিতভাবে পাহাড়ে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেন তাহলে সহযোগিতা করার জন্য আমাদের এলাকার জনসাধারণ সর্বদা প্রস্তুত আছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, অপহৃত বন প্রহরীদের উদ্ধারে ওসি মো. জোবাইর সৈয়দের নেতৃত্বে একাধিক পুলিশের টিম কাজ করছে। সাথে বন বিভাগের কর্মকর্তারাও রয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪