ক্যাম্পাস প্রতিনিধি: জরুরি সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ১২টি অভিযোগ দিয়েছে। কিন্তু একটারও সমাধান এখন পর্যন্ত পাইনি।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর এ জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে তারা।
আবিদুল বলেন, এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছে তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে। প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রিটার্নিং অফিসাররাও এমন অপপ্রচারে জড়িত ছিলেন।
এর আগে, বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে নির্বাচনের ভোটগ্রহণ শেষের ঠিক আগ মুহূর্তে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়েছেন ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা।
এ সময় তাদের ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগান দিতেও দেখা যায়।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।
একই সঙ্গে শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।
ভোটগ্রহণের শেষ মুহূর্তে এই ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available