• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১৩:০৬ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

ব্যাংক গ্যারান্টির বিপরীতে রফতানিকারকদের বন্ড সুবিধা দিতে পারে এনবিআর

৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৯:১০

সংবাদ ছবি

বিশেষ প্রতিনিধি: রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদান করা হবে। একই সাথে বন্ড সেবার সম্পূর্ণ অটমেশন সম্পন্ন হতে চলেছে।
 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে অগ্রগতি পেশ করা হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে ও এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ মহোদয়ের অংশগ্রহণে সভাটি বিডা’র সম্মেলন কক্ষে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ -এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত/অগ্রগতি নিম্নরূপ:

• প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করার লক্ষ্যে আংশিক রপ্তানিমুখী শিল্পের অনুকূলে রপ্তানির উদ্দেশ্যে আমদানিতব্য কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করাদির সমপরিমান অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা প্রদানের লক্ষ্যে দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

•বন্ড সেবার full automation প্রক্রিয়াধীন রয়েছে যা সম্পন্ন হলে ম্যানুয়াল সেবা সম্পূর্ণভাবে স্থগিত করা হবে।

•রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক এলাকায় স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নিকট পণ্য/সেবা সরবরাহের ক্ষেত্রে Utilization Declaration (UD) এর প্রযোজ্যতা শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছে।

•যদি কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স (বা এন্টাইটেলমেন্ট শিট ও UD) এ ঘোষিত HS Code এবং পণ্যের বর্ণনার সাথে কাস্টমস কর্তৃক পরীক্ষার মাধ্যমে নির্ধারিত HS Code ও বর্ণনার অমিল থাকে, তবে চালানটি কাস্টমস হাউস থেকে খালাস দেওয়া হবে যদি কাস্টমস কর্তৃক নির্ধারিত HS Code-এর প্রথম চারটি ডিজিট প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সে ঘোষিত HS Code -এর প্রথম চারটি অঙ্কের সাথে মিলে যায়। এই ক্ষেত্রে আমদানিকারককে একটি অঙ্গীকারনামা দিতে হবে যে, ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স/UD-তে সংশ্লিষ্ট HS Code এবং পণ্যের বর্ণনা সংশোধন করবেন। এই নির্দেশনা শুল্কায়নের জন্য অপেক্ষমান পণ্যচালানসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হবে।  

•এর পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে লক্ষ্যে করে আরও ৩১টি বিষয়ের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়।

“বিনিয়োগকারিদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি কার্যকর হতে যাচ্ছে যার মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল নির্ভর বিভিন্ন দেশীয় শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগীমূল্যে রপ্তানি করার সুযোগ পাবে।

আশা করছি এর ফলে Non-RMG খাতসমূহের রপ্তানি বৃদ্ধি ও ডাইভার্সিফিকেশন সম্ভব হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগও ত্ব্বরান্বিত হবে,“ বলেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদান ও বন্দর হতে দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে self-assessment, post-clearance audit এর ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে তাঁর সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪