• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:১৫:০৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

২৫ আগস্ট ২০২৩ রাত ০৯:৩৩:১৯

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার দলাই গ্রামের বিন্দু মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে রমিজ উদ্দিনসহ কয়েকজন মিলে জাফলংয়ে ঘুরতে আসেন। পরে নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা এবং স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা কয়েক ঘণ্টার তৎপরতায় বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. নজরুল ইসলাম জানান, জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬