• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫৪:২৪ (07-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাট পুকুরে গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে নেমে রাসেল মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।৬ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।রাসেল পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি  কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।স্থানীয়রা জানান, রাসেল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কয়েকজন স্কুলছাত্রের সাথে গোসল করতে যায়। হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় তিন ঘন্টা চেষ্টা করে তাকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মানিক বলেন, রাসেল মেধাবী ছাত্র ছিলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুকুরে পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।