• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৫১:০৫ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চান্দিনায় স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেফতার

১১ আগস্ট ২০২৩ বিকাল ০৩:১৪:৪৮

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় স্বামীকে সাথে নেয়ে পরকীয়া প্রেমিককে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই  ঘাতক স্বামী শুক্কুর আলী ও স্ত্রী ফাতেমা আখতারকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

১১ আগষ্ট শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান।

নিহত আরিফ হোসেন (৪০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সাতগাঁও এলাকার আলাই মিয়ার ছেলে।

নাজমুল হাসান বলেন, ২ বছর ধরে শুক্কুর আলীর সাথে রাজমিস্ত্রীর কাজ করতো আরিফ হোসেন, সেই সুবাদে শুক্কুর আলীর বাড়িতে আরিফের আসা যাওয়া ছিলো। এ থেকে শুক্কুর আলীর স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সাথে আরিফের পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয় ।

পরবর্তীতে, ফাতেমা আরিফের বাসায় চলে আসে। কিন্তু, এক পর্যায়ে ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে করবে না। পরে ফাতেমা আবারও তার স্বামীর কাছে ফিরে যায়।

প্রেমে প্রতারণার শিকার হাওয়ার অভিমানে ফাতেমা তার স্বামীর সঙ্গে মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে। পরে কৌশলে শুক্কুর আলী ও ফাতেমা বেগম মিলে আরিফকে ডেকে এনে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়।

গ্রেফতার আসামী শুক্কুর হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছত্রিশ কালিপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে, অপর আসামী ফাতেমা বেগমের বাড়িও একই থানার গাবুরগাঁও এলাকায়।

এ ঘটনায় নিহতের ভাই বৃহস্পতিবার রাতে বাদী হয়ে চান্দিনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

প্রেস বিফ্রিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোহায়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাবুদ্দিন খান।

উল্লখ্য গত ৯ আগস্ট বধুবার কুমিল্লার চান্দিনা উপজেলার ছাড়াগাও এলাকায় পুকুর থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪