• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৯:৪৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ের আটোয়ারীতে ২ শিক্ষকের বদলীর দাবিতে মানববন্ধন

২৫ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৫:০৪

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পঞ্চগড় আটোয়ারী সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল, অভিভাবক মহেন্দ্র বর্মন, হৈমন্তি রানি, মলিন ও পারভিনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি নিজের খেয়াল খুশিতে বিদ্যালয় পরিচালনা করেন বলে অভিযোগ আছে। তিনি নিয়মিত স্কুলে আসেন না এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এক সময়ে শিশুদের পদচারণায় মুখরিত বিদ্যালয়টি এখন ভুগছে শিক্ষার্থী সঙ্কটে। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও প্রতিদিন ২০ জনও উপস্থিত থাকে না।

তারা আরও বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিদ্যালয়ের অনিয়ম করে আসছে। তাই এদের ২ জনকে বিদ্যালয় থেকে বদলি না করা হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো হবে না বলে তারা হুশিয়ারী দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬