• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ ভোর ০৫:১০:৫০ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশ সুপারের কাপ্তাই পলিটেকনিক পরিদর্শন

২৫ জুলাই ২০২৩ বিকাল ০৪:৩১:৪০

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম। ২৫ জুলাই মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এসময় তিনি পলিটেকনিকের ছাত্রাবাসের দোতালায় ওঠে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানকার শিক্ষাথীদের সাথে এ বিষয়ে কথা বলেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন,  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন, ওসি (তদন্ত) নূরে আলম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমানসহ ইনস্টিটিউটের শিক্ষকরা।

পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থী সাদিকের মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এ ঘটনায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।

এছাড়া পুলিশ সুপার এ ঘটনায় শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেন। এর পাশাপাশি ইনস্টিটিউটের ছাত্রাবাসে সর্বোচ্চ নিরাপত্তার জন্য দায়ীত্বশীল কতৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নের্দেশনা প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪