• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:১৪:২৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূবাইলে শিশুর রহস্যজনক মৃত্যু

১৪ জুলাই ২০২৩ সকাল ১১:৪৪:১৭

সংবাদ ছবি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে নিখোঁজের একদিন পর বিলের পানিতে ভাসমান অবস্থায় নুপুর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার  সকালে পূবাইল ৪০ নং ওয়ার্ড মাজুখান বাঘের টেক এলাকায় এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নুপুর স্থানীয় ৪০ নং ওয়ার্ড মাজুখান গ্রামের আবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর থেকে শিশু নুপুর নিখোঁজ ছিল। এ ব্যাপারে স্থানীয়ভাবে মাইকিং করে হারানো সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চাওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে।

এ বিষয়ে ৪০নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি জানান, এই শিশুর মৃত্যুর সংবাদ অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। শিশুটির গায়ে তেমন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও  এলাকার মানুষ বিরুপ মন্তব্য করছে।

তিনি জানান, মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে শিশুটির মৃত্যুর মূল কারণ কি ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬