• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:২১:২১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

২ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:৩৩

সংবাদ ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. জিল্লুর রহমান (৪৩)।

২ জুলাই রোববার বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিয়ার রহমান এক প্রেস ব্রিফিংয়ে যানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯.৪৫ মিনিটে উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মো. জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ধৃত জিল্লুরের বাড়িতে চালের ড্রামের ভেতরে এবং মাটির গর্তে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক রাখার অপরাধে মো. জিল্লুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান প্রেস ব্রিফিংয়ে আরও জানান, একটি চালের ড্রাম ও একটি প্লাস্টিকের ড্রামে ১৮ কেজি গাঁজা রাখার অপরাধে জিল্লুরকে গ্রেফতার করা হয়। পরে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৬