• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৫৯:২৯ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

২৮ জুলাই ২০২৫ সকাল ০৯:৪২:১১

সংবাদ ছবি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক দাবি করা এক নেত্রীর।  জানা যায়, গত পাঁচ দিন ধরে প্রেমিক ওই ছাত্রলীগ নেতার বাড়ির সামনেই অনশনে বসে আছেন ওই নেত্রী।

ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্র জানায়, ওই নেত্রী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়েই ছাত্রলীগ নেতার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছে প্রেমিক।

নেত্রীর দাবি, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়েই অনশনে বসেছেন তিনি। এ দিকে পাঁচদিন ধরে চলা এই অনশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নেত্রী আরো জানান, তিনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছেন। তার দাবি, তার প্রেমিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয়। পরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ দিকে ওই ছাত্রলীগ নেতার মা-বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্দনে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ওই তরুণী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪