• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৫২:৫৫ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

৩১ মে ২০২৩ দুপুর ০১:৩৯:১৫

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাঠে ড্রাইভিং শেখার সময় দূর্ঘটনায় কলেজ মাঠে থাকা আমজাদ হোসেন মোড়ল (৪১) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটেছে। অপরদিকে গাড়ীর চালক (শিক্ষানবিশ) মো. ফয়সাল আহম্মেদ (২৩) স্থানীয়দের গনপিটুনিতে গুরুতর জখম হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০ মে বুধবার দিবাগত রাত আটটা বিশ মিনিটে মো. ফয়সাল আহম্মেদ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে করলা ব্রান্ডের এক্সজিও মডেলের একটি প্রাইভেটকারে ড্রাইভিং প্রশিক্ষন নিচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-৩৯-২৯৭৯ নম্বরের গাড়িটি দূর্ঘটনায় পরে।  

নিহত আমজাদ হোসেন মোড়ল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নলগাও গ্রামের চান মিয়া মোড়লের ছেলে। অপরদিকে গাড়ীর চালক মো. ফয়সাল আহম্মেদ মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতার মো. ছানোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ফয়সাল আহম্মেদ বুধবার রাতে দেবেন্দ্র কলেজের মাঠে ড্রাইভিং শেখার সময় আমজাদ হোসেন মোড়লকে গাড়িচাপো দেয়। এসময় উত্তেজিত জনতা ধাওয়া করে তাকে গনধোলাই দেয়। ইটের আঘাতে ফয়সালের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ফয়সাল এবং আমজাদ হোসেন মোড়লকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন মোড়লকে মৃত ঘোষনা করে এবং মো. ফয়সাল আহম্মেদকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়।


সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ সরকার বলেন, দূর্ঘটনার খবরে প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে মানিকগঞ্জ জেনারেল হাসপালে নেয়া হলে ডাক্তার একজনকে মৃত ঘোষনা করে । আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০