• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৩০:৫৫ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজশাহীতে বিআরটিএ’র তদারকি অভিযান

৪ জুন ২০২৫ দুপুর ০১:৩০:৫০

সংবাদ ছবি

রাজশাহী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) রাজশাহী সার্কেলের উদ্যোগে এক বিশেষ ভিজিলেন্স টিম ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়েছে।

৪ জুন বুধবার সকাল থেকে এ তদারকি অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার), বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১৪), উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার), সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও এ অভিযানে অংশ নেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ এই অভিযানে রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহন টার্মিনাল, কাউন্টার ও যানবাহন পরিদর্শন করা হয়। ফিটনেস বিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সতর্ক করে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করা হয়, কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা।

এছাড়া, ডিজিলেন্স টিম ফিটনেস সনদ যাচাইসহ যানবাহনের সার্বিক শারীরিক অবস্থা, ব্রেক সিস্টেম, টায়ার, লাইট এবং অন্যান্য নিরাপত্তামূলক দিকগুলো পর্যবেক্ষণ করে। যেসব যানবাহনের কাগজপত্র, ফিটনেস ও লাইসেন্স যথাযথ নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় রাখতে আমরা এই অভিযান পরিচালনা করছি। ফিটনেসবিহীন ও অতিরিক্ত ভাড়া নেওয়া যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, এই ধরনের তদারকি ও অভিযান ঈদের আগে ও পরে নিরবচ্ছিন্নভাবে চলবে, যাতে কোনো যাত্রী হয়রানির শিকার না হন এবং সকলে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০