• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৩৭:৫৬ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অপহরণ এসএসসি পরীক্ষার্থী

২৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৮:০৬

সংবাদ ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় এক এসএসসি পরীক্ষার্থী।

২১ এপ্রিল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর মুহূর্তেই অভিযুক্ত আবির ওই পরীক্ষার্থীকে জোড় পূর্ব অপহরণ করে।

এসময় ভিকটিমের মা দৌড়ে গিয়েও মেয়েকে রক্ষা কবরতে পারেনি। গত দু’দিন পার হলেও সন্ধান মেলেনি ওই পরীক্ষার্থীর। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের আবির আহাম্মদ (২০), নিজামউদ্দিন (৫৫) ও অরজিনা (৪৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত আবির আহাম্মদ পলাতক রয়েছে।

অভিযোগে জানা যায়, আবির আহাম্মদ দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো। বিষয়টি আবিরের অভিবাককে জানালেও কোনো প্রতিকার হয়নি। এতে আবির আরোও ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দিতো।

গত সোমবার (২১এপ্রিল) সাধারণ গণিত পরীক্ষা শেষে বের হওয়ার সময় অভিযুক্ত আবির ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রের সামন থেকে জোড় পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এসময়  ছাত্রীর মা দৌড়ে মেয়েকে রক্ষা করতে পারেনি।  গত দু’দিন ধরে ওই ছাত্রীর সন্ধান করতে পারেনি পরিবার। এক পর্যায়ে বুধবার বিকেলে শ্রীপুর থানায় অভিযোগ করেন ছাত্রীর মা।

ছাত্রীর মা জানান, আমার মেয়ে উপজেলার নিজমাওনা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। আবির স্কুলে যাতায়াতের পথে মেয়েকে উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিয়ে অপহরণের হুমকি দিতো। পরীক্ষা কেন্দ্র থেকে বেরহবার পথে আবির আমার মেয়েকে অপহরণ করে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার বাবা-মা আমাদের তাড়িয়ে দেয়।

অবির তার মা-বাবার সহায়তায় আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রেখেছে। আমি গত দু’দিনেও মেয়ের সন্ধান করতে পারিনি।

বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। নিজা মাওনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, ওই ছাত্রী আমার স্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। গত সোমবার গনীত পরীক্ষা দেয়ার পর সে অপহৃত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০