• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ ভোর ০৫:১০:৩৯ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সিলেটে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

২২ মে ২০২৩ বিকাল ০৫:৫১:৪৬

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল এলাকা থেকে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ২০ মে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, শনিবার রাতে এসআই (নি.) শাহ আলম ভূইয়ার নেতৃত্বে এসআই আজিজুর রহমান, এসআই মঞ্জুর রহমান, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই জনার্দন তালুকদার ও এএসআই কাঞ্চন চক্রবর্তীসহ পুলিশের একটি দল লাছুখাল এলাকার জনৈক আব্দুর নুর ডাক্তারের বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

আটক জুয়াড়িরা হলো- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন দূর্গাপুর গ্রামের (বর্তমানে আব্দুর নুর ডাক্তারের ভাড়াটিয়া) মৃত কালা মিয়ার ছেলে আবুল বাশার (৫০), কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর বুড়লেও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবুল হোসেন (৮৮), শিলেরভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মামুন (৩৫), শামছুল হকের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৫), লাছুখাল গ্রামের মৃত আব্দুল আহিদের ছেলে শুকুর মিয়া (৩৯) ও কাঠালবাড়ী গ্রামের মৃত চান মিয়ার ছেলে সহিদ মিয়া (৪৫)।

তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত জুয়া মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ-২১/০৫/২৩। এছাড়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪