• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:২৬:৪৫ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএসএফকে শায়েস্তা করার জন্য আমিই যথেষ্ট: কর্নেল গোলাম কিবরিয়া

২৪ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:১৫:০০

সংবাদ ছবি

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শায়েস্তা করার জন্য আমিই যথেষ্ট।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তে চোরাচালান রোধে জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গোলাম কিবরিয়া আরো বলেন, বিএসএফকে শায়েস্তা করার জন্য যখন আমার প্রয়োজন হবে ঠিক তখন আপনাদেরকে ডাক দিলে তবেই আমার সাথে থেকে আমার পাশে থেকে দেশ রক্ষায় আপনারা সহযোগিতা করবেন। আমাদের ট্রেনিং আছে, আমাদের হাতে অস্ত্র আছে, মনোবল আছে বিধায় আমি না ডাকলে নো-ম্যানস ল্যান্ডের পাশে কেউ ব্যাঘাত ঘটাবেন না। আর তাই চোরাচালান রোধে, দেশের সীমান্ত সুরক্ষায় ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান ৫৯ বিজিবি অধিনায়ক।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল ওসি, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের ৮ জানুয়ারি বুধবার চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা তাদের সীমান্তবর্তী জনগণকে সাথে নিয়ে নো-ম্যান্স ল্যান্ড থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সুরক্ষার নামে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বাধা দেয় ওই সীমান্তে দায়িত্বরত ৫৯ বিজিবির সদস্যরা। এ সময় তাদের সাথে দেশ রক্ষার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে জড়ো হয় হাজারো সীমান্তবাসী। পরে বিজিবির বাধায় পতাকা বৈঠকের মাধ্যমে তারকাঁটা বেড়া নির্মাণ বন্ধ করলেও ১০ দিন পর ১৮ জানুয়ারি শনিবার সীমান্তবর্তী জমির গম কাটাকে কেন্দ্র করে আবারো বিএসএফ সদস্যরা তাদের সীমান্তবর্তী জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আম বাগানের গাছ কাটাসহ জমির ফসল নষ্ট করে।

এতে আবারো দুই দেশের মধ্যে বাধে সংঘর্ষ। এ সময় বাংলাদেশিরা দেশীয় অস্ত্র নিয়ে সীমান্ত পাহারা দিলেও বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ করে ককটেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয় দুই বাংলাদেশি যুবক। এ সময়ও বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে বিএসএফ এই সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ করে। বর্তমানে সীমান্তে কোনো উত্তেজনা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪