• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ ভোর ০৫:০৭:৪৯ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনা শিক্ষাখাতকে সবসময় গুরুত্ব দেন: পনিরুজ্জামান তরুণ

১৫ এপ্রিল ২০২৩ দুপুর ০২:৩৭:৪৯

সংবাদ ছবি

ফিরোজ হোসেন, নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি যষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বিদ্যালয় থেকে। এছাড়া কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও আগামী প্রজন্মের ভবিষৎতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সবসময় গুরুত্ব দেন। বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারই বিনামূল্যে বই দিয়ে থাকে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বইয়ের জন্য শিক্ষার্থীরা হাহাকার করতো।

তিনি  বলেন,  দেশের অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রেই দিনদিন উন্নয়নের ছোয়া পাচ্ছে। বাংলাদেশ আর পিছিয়ে নেই। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন শেখ হাসিনা। তাই  আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কৈলাইল ইউনিয়ন আ.ণীগের সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফিল উদ্দিন মিয়া, কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, গিয়াস উদ্দিন, নাজমুল হাসান, সুজন বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক পিলু, মৎস্যজীবি লীগের সভাপতি ফারুক মোল্লা প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪