• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২৩:১৯ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধর্ষণকারী-মাদক কারবারির শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৩১:০৭

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: ধর্ষণ, মাদক কারবার, চুরি, ডাকাতি, সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত ইমরানের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কামারজাগী এলাকায় ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বল্প সিংজুরী ও কামারজাগী এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। 

মোহাম্মদ জাহিদ মিয়ার সভাপতি মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. রহিজ মিয়া, আন্না বেগম, মো. হায়াত আলী, মো. হোসেন মিয়া, মো. সোনা মিয়া, আবু তালেব, আলাউদ্দিনসহ স্থানীয়রা। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইমরান হোসেন একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উঠতি বয়সের তরুণী এবং গৃহবধূদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। তিনি প্রায় রাতেই এলাকার বিভিন্ন মেয়েদের বাড়িতে খারাপ উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। কয়েকদিন আগে আকলিমা বেগম নামে এক নারীর বাড়িতে গভীর রাতে হানা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ও মারপিট করে তাকে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করলে বখাটে ইমরান এখন জেল হাজতে রয়েছেন। 

তারা আরও বলেন, ইমরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন এবং এলাকা চুরি ডাকাতির সাথে জড়িত রয়েছেন। তার ভয়ে এলাকার তরুণী ও গৃহবধূরা নিরাপদে রাস্তা চলাফেরা করতে পারে না। 

এই বখাটে, মাদক কারবারি ও সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬