• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৭:৪৮ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজারের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

১৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৮:০৬

সংবাদ ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে হাটবাজার ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন।

১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম স্বপন (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫) ও নুর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন খান (২১)।

গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন ও গিয়াস পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ জনকে আহত করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে তিনজন জখম হয়েছেন। আহতদের পরিবারেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬


সংবাদ ছবি
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩২:১১