• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৫৯:৫১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

স্কাইবাই’র অ্যাপল অ্যাপ: বৈশ্বিক সোর্সিং ও শিপিং সেবায় নতুন মাত্রা

১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৪:৫৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক সোর্সিং ও শিপিং সেবায় নতুন মাত্রা যোগ করলো স্কাইবাই। ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রত্যাশিত অ্যাপল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।

অনুষ্ঠানে স্কাইবাই চায়না ও বাংলাদেশ টিম উপস্থিত ছিলেন। বক্তারা উদ্যোক্তাদের জন্য সহজে ব্যবসা শুরু করা, সেরা সেবা প্রদান, দক্ষতার সঙ্গে পণ্য সংগ্রহ এবং নির্ভরযোগ্য শিপমেন্ট সেবা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাইবাই-এর প্রতিষ্ঠাতা ও সিইও রাসেল বিন আহাদ, চেয়ারম্যান শারমিন আক্তার, চায়নার ডিরেক্টর শি ডেন (লুনা), বাংলাদেশ লজিস্টিক ডিরেক্টর তানভীর আহমেদ এবং অপারেশন ম্যানেজার রাজিবুল ইসলাম। তারা সবাই নতুন উদ্যোক্তাদের জন্য স্কাইবাই-এর ভিশন ও পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিষ্ঠানটি জানায়, ইতোমধ্যেই স্কাইবাই ৩৫০টিরও বেশি শিপমেন্ট সম্পন্ন করেছে এবং ১.৫ লাখের বেশি হোলসেল অর্ডার সফলভাবে ডেলিভারি নিশ্চিত করেছে। এর মাধ্যমে লাখ লাখ উদ্যোক্তা সংযুক্ত হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সফল গ্রাহকরা স্কাইবাই-এর সেবা সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা সেবার মান, সময়নিষ্ঠতা এবং বিশ্বস্ততার জন্য স্কাইবাই-কে উচ্চ প্রশংসা করেন।

প্রতিষ্ঠাতা ও সিইও রাসেল বিন আহাদ তার বক্তব্যে বলেন—"স্কাইবাই কেবল একটি ব্যবসা নয়, এটি একটি স্বপ্ন। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি উদ্যোক্তাকে সাফল্যের সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া।"

এই নতুন অ্যাপল অ্যাপ এর মাধ্যমে উদ্যোক্তারা আরও দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্যভাবে পণ্য সোর্সিং ও শিপমেন্টের সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে স্কাইবাই পরিবার।

উল্লেখ্য, স্কাইবাই একটি চায়নায় উৎপাদিত ১০ লক্ষ সাপ্লায়ার এর প্রায় ২০ কোটি পণ্য আমদানি করে থাকে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য। সুনামের সাথে ২০১৬ সাল থেকে তারা ড্রপ শিপিং এর মাধ্যমে এই সার্ভিস দিয়ে আসছে। তাদের রয়েছে চায়নায় নিজস্ব অফিস, চাইনিজ টিম এবং সাপ্লাই চেইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬