• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:২৬:১৬ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদাবাজিকালে গণপিটুনিতে আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

৩ এপ্রিল ২০২৩ সকাল ১১:১০:৪২

সংবাদ ছবি

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনিতে আহত হ্লাচিংমং মারমা প্রকাশ উষা (২৫) নামে এক যুবক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করেছে, প্রসিত খীসার নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে সশস্ত্র কয়েকজন চাঁদাবাজ। এ সময় এলাকার লোকজন ওই সশস্ত্র চাঁদাবাজদের ধাওয়া দিয়ে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হয়।

মানিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে আহত হ্লাচিংমং মারমা(২৮) পিতা- থৈইলাপ্রু মারমা, মাতা-সামাউ মারমা, সাং- বৈদ্যপাড়া, রামগড়কে উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ডা. মহিউদ্দীন আহতের উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় আহত হ্লাচিংমং মারমা মারা যায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।  আটক যুবকের নিকট থেকে চাঁদাবাজির একটি রশিদ বই জব্দ করা হয়েছে।  এ বিষয়ে আইনগত পরবর্তী করণীয় নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা ৩ এপ্রিল সোমবার এক বিবৃতিতে জেলার মানিকছড়ি উপজেলায় হ্লাচিং মং মারমা (উষা) নামে এক ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে হ্লাচিং মং মারমা সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া নামক স্থানে গেলে বাঙালিরা তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।’

যোগ্যছোলা ইউনিয়নের জনৈক আওয়ামী লীগ নেতা এই ঘটনার নেতৃত্ব দেন বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০