• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৫৩:৩৬ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় যৌনপীড়নের অভিযোগে ৩ বছর কারাদণ্ড

৩০ মার্চ ২০২৩ দুপুর ১২:০৯:৪৪

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যৌনপীড়নের অভিযোগে বকুল হোসেন নামে এক ব্যক্তির তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২৯ মার্চ বুধবার দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামি বকুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্র পক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নওগাঁ জেলার সাপাহার উপজেলার বলদিয়াঘাট গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে বকুল হোসেন ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে স্বামীর সামনে হাত ধরে টানাটানি করে যৌনপীড়ন করেন। ঘটনায় বাড়ির মালিক বা ভুক্তভোগীর বাবা ২২ অক্টোবর থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দালিখ করেন।

দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত বকুল হোসনকে তিন বছর সশ্রম কারাদন্ড প্রদান করে। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪