• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৫০:২৬ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে আয়া-ঝাড়ুদার দিয়ে প্রসূতির ডেলিভারি, নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

১১ জুন ২০২৪ বিকাল ০৪:৩২:৫৯

সংবাদ ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজ হাসপাতালের আয়া ও ঝাড়ুদারকে দিয়ে ডেলিভারি করে নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে মৃত নবজাতকের পরিবার ও এলাকাবাসী।  

১১ ‍জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরে রেলগেটে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় পরিবার ও এলাকাবাসী ক্লিনিক বন্ধের দাবি ও ডাক্তার নাফিসা কবিরসহ ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারদের শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, গত ৮ জুন শনিবার রাত ১০টায় উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালাইজ হাসপাতালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন ডেলিভারির জন্য ভর্তি হন। পরে ডাক্তার নাফিসা কবির জিমুকে দেখে আল্ট্রাসনো করতে বলেন। আল্ট্রাসনোর রিপোর্ট দেখে জিমুর পরিবারকে নরমাল ডেলিভারির জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে বলে ডাক্তার বাসায় চলে যায়।

পরবর্তীতে রাত তিনটার দিকে জিমুর প্রসবের তীব্র যন্ত্রণা বেড়ে গেলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার না আসায় ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারা ডেলিভারি সম্পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় নবজাতকটির মৃত্যু হয়।  

এই বিষয়ে সেই দিনই মৃত নবজাতকের বাবা সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন।  

প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে ঈশ্বরদী থানায় যায় পরিবার ও এলাকাবাসী। সেখানেও তাদের বিভিন্ন দাবি উল্লেখ করে স্লোগান দিতে থাকে। পরে থানার সেকেন্ড অফিসার এসে পরিবেশ ঠান্ডা করে তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬