• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:২৪:০৫ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঞ্ছারামপুরে শীর্ষ ২ মাদককারবারি গ্রেফতার

৪ মে ২০২৪ বিকাল ০৩:০৪:০৫

সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩ মে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ইটখোলা রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এতে অফিসার ইনচার্জ মো. মোহাম্মদ মহিউদ্দিন সার্বিক দিকনির্দেশনা দেন। পুলিশের এসআই মো. সামছুল হকসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে মোহাম্মদ জাহের আলীর ছেলে মো. রাসেল মিয়া (২৬) ও আকানগর গ্রামের মৃত ছিদ্দিক সাবের ছেলে শেখ সাব (৪৯) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের  গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪