• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২৩:৩৭ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবিতে মানববন্ধন

১৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৭:৩৭

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবন্ধন করা হয়েছে।

বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার আয়োজনে১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থীর এক লক্ষ টাকা জামানত কমিয়ে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবি করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ আখাউড়া শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাসদ যুবজোট নেতা মো. সুহেল ভূইয়া।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন জনপ্রতিনিধিদের সামর্থের কথা চিন্তা না করে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পূর্বের ন্যায় জামানত ১০ হাজার টাকা করা হোক। তাহলে ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, এক লক্ষ টাকা জামানতের মাধ্যমে কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের উৎসাহিত করা হয়েছে। এতে সাধারণ মানুষ, ভালো মানুষ, সাধারণ রাজনীতিবিদ, সুশীল সমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে পারবে না। এভাবে দুর্নীতিবাজরাই ভবিষ্যতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে।

মো. মহিউদ্দিন বলেন, আমি মনে করি, সংসদ সদস্য নির্বাচনে এমপি প্রার্থীদের যেখানে ২৫ হাজার টাকা জামানত, সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার বেশি হতে পারে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬