• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২২:০০ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৭ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৬:০৪

সংবাদ ছবি

তানোর (রাজশাহী) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে র‌্যালি, দোয়া মাহফিল এবং ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করেন।

ডাকবাংলো মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো, আলোচনা ও কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ এবং পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান ময়না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওহাব হোসেন, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নবাস হাসদাক ও থানার ওসি আব্দুর রহিম ছাড়াও ভাইস চেয়ারম্যান মো. আবু বাককার সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খাঁন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, তানোর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী ও আহবায়ক কমিটির জেনারেল সদস্য টিপু সুলতান, সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এসব অনুষ্ঠান পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০