• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৪৭:৫৩ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ ১৪ জনের নামে মামলা, গ্রেফতার ৩

২৬ মার্চ ২০২৪ রাত ০৯:২৮:৩৭

সংবাদ ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত টিপু সুলতানকে মারধর করে এক পা ভেঙে দেয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ ১৪ জনের নামে থানায় মামলা হয়েছে। এরপর মেয়রের ছোট ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মার্চ সোমবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।

মারধরের শিকার টিপু সুলতানের ডান পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে বলা হয়েছে, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে কালীগঞ্জ শহরের চায়না বেডিং অ্যান্ড কটন শপে পাপস কিনতে যান টিপু। সামনে জায়গা না থাকায় রাস্তার এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে প্রবেশ করেন। এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে এই মোটরসাইকেল কার জানতে চান। তখন টিপু দোকান থেকে বেরিয়ে এসে বলেন মোটরসাইকেলটি আমার।

এরপর মেয়র অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। টিপু প্রতিবাদ করলে মেয়র ও তার সঙ্গে থাকা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন তাকে মারধর শুরু করে। পরে সেখানে মেয়রের ভাই-ভাগ্নেসহ আসামিরা উপস্থিত হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়।

পৌর মেয়র আশরাফুল আলমের দাবি, ঘটনার সময় তিনি যানজট নিরসনে রাস্তায় কাজ করছিলেন। রাস্তার ওপর টিপু সুলতানের মোটরসাইকেল রাখা ছিলো। সরাতে বললে তিনিই প্রথমে দুর্ব্যবহার করেন এবং মাথার হেলমেট দিয়ে মারধর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪