• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:১৬:৩৭ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

সংগীত নিয়ে অনেক দূর যেতে চান নবীনগরের স্বর্ণ পদকজয়ী তাথৈ

১৯ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৪৭:১০

সংবাদ ছবি

জ. ই বুলবুল: বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণ পদকে ভুষিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে আদ্রা কান্তি তাথৈ যন্ত্র সংগীত নিয়ে অনেক দূর যেতে চান। তাথৈ বলেন, সরকার ও সকলের আন্তরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। এজন্য তিনি সকলের কাছে আর্শীবাদ চেয়েছেন।

তাথৈ বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং ঘাটিবাড়ির মেয়ে। যেখানে জন্ম গ্রহণ করেছেন সংগীত জগতের সুর সম্রাট ওস্তাদ  আলাউদ্দিন, আফতাব উদ্দিন খাঁ, মনমোহন দত্ত, আলী যাকের, সারা যাকের মতো বহু গুণী শিল্পী।

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আদ্রা কান্তি তাথৈ। ছোট বেলা থেকেই বাবার অনুপ্ররণায় গান নিয়ে তার এগিয়ে পথচলা। মেধাবী এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি অল্প সময়ে সঙ্গীত চর্চায় থানা, জেলাসহ সারাদেশেই নাম কুড়িয়েছে।

তার পিতা তুহিন কান্তি দাশ কসবা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও মাতা সুস্মিতা দাশ ভোলাচং পঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক। আদ্রার মা-বাবা একমাত্র মেয়ের এই সাফল্য ধরে রাখতে সকলের কাছে আশির্বাদ চেয়েছেন।

পাশাপাশি তার চাচা স্হানীয় উপজেলা মেয়র এডভোকেট  শিব শংকর দাসও ভাতিজির এ সাফল্যে গর্বিত। তিনি বলেন, তাথৈ আমার ভাতিজি নতুন প্রজন্মের কাছে গানের ভুবনে বিচরণ করে চমক দেখাবেন বলেই আমার বিশ্বাস। নবীনগরের সংস্কৃতির ধরে রাখবেন সে।

গত ২৯ জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১-এর যন্ত্র সংগীত ‘ক’ বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণ পদক পান আদ্রা কান্তি তাথৈ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে স্বর্ণ পদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০