• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:১১:০১ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে কৃষকের জমি দখল, গাছ কাটার অভিযোগ‌

১৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০৫:১৫

সংবাদ ছবি

ছবি: এশিয়ান টিভি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ১ কৃষকের জমি দখলকে কেন্দ্র করে প্রায় ১ লাখ টাকা দামের ১৭টি লটকন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ১৮ ফেব্রুয়ারি রোববার জয়নগরের উত্তর পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী কৃষক আয়েছ আলী বলেন, ‘আমিও আমার স্ত্রী কৃষি কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছি। আমার প্রতিবেশী প্রভাবশালী রাসেল মিয়া ও আমজাদ হোসেন। দীর্ঘদিন ধরে লোভ দেখিয়ে আমাদের জমি-বাড়ি দখলের চেষ্টা করে আসছে। আমরা অসহায় হওয়ায় বারবার বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় আমাদের। বলে- তাদেরকে জমি লিখে না দিলে মেরে ফেলবে।’

তিনি আরও বলেন, ‘আমার চলাচলের একমাত্র ৫০ বছরের পুরনো কাঁচা রাস্তাও বন্ধ করে দেয়। জয়নগরের চেয়ারম্যান নাদিম সরকারের কাছে অভিযোগ করি। চেয়ারম্যান বলে ঝামেলায় না জড়িয়ে যাতে তাদের কথা শুনি। এরপর গতকাল রাসেল আমজাদসহ চেয়ারম্যান নাদিম সরকারের নেতৃত্বে ১০-১৫ জনের সন্ত্রাসী দল জোর করে প্রথমে আমার জায়গা দখলে নেয়। পরবর্তীতে আমার লটকন বাগান থেকে ১ লাখ টাকা দামের ১৭টি লটকন গাছ কেটে ফেলে। আমি বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র কাঠ লাঠি দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। জমি দখল করে তারা নামমাত্র একটি রাস্তাও তৈরি করেছে। পরিবার নিয়ে আমি এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। এ ঘটনায় শিবপুর থানায় অভিযোগ দিয়েছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের সামনেই বৃদ্ধ কৃষক আয়েছ আলীর জমি দখল ও গাছ কাটার ঘটনা ঘটেছে। আয়েছ আলী ও তার স্ত্রীকে মারধরও করেছে। কিন্তু প্রভাবশালী এসব সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করা সম্ভব হয়নি।

এদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, ‘সবাইকে নিয়ে গ্রাম্য সালিশ করেছি। যেটা ন্যায় সেটাই করেছি। গাছ কাটা হয়নি।’

নরসিংদী শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে হবে। তারপর আইনি প্রক্রিয়া শুরু হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০