• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৩৮:৪২ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

৩০ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৬:২৩

সংবাদ ছবি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম মিয়া (২৫) নামের এক যুবক। এঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এঘটনা ঘটে।

আত্মহত্যা করা সাবেক স্বামীর মো. নাইম মিয়া নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার মতিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। নিহত সাবেক স্ত্রী মিম (২১) নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে।

প্রায় দেড় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে নাইম আবার বিয়ে করেন। এরপরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। নাইম প্রতিনিয়ত রাস্তা-ঘাটে মিমের পিছনে পিছনে গিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে নাইম মঙ্গলবার দুপুরে মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় মিমকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন নাইম।

নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। তাকে মিম তাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। লোকজন নিয়ে ঘরে এসে দেখি মিমকে নাইম মেরে নিজেও গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪