• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৪৫:৫৮ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে ২দিন পর পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

১৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২৩:০১

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়ায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার দুইদিন পর ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে ফেরি উদ্ধার করতে আরও কিছু সময় লাগবে।

১৯ জানুয়ারি শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে প্রত্যয় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

ডুবে যাওয়া ফেরিতে থাকা ট্রাকের চালক, মালিক ও ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, তৃতীয় দিনের দুপুর গড়ালেও এখন পর্যন্ত কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। এমন ঢিলেঢালাভাবে উদ্ধার অভিযান চালালে কতদিন লাগবে তার কোনো হিসেব নাই। বুধবার দুটি ট্রাক ও বৃহস্পতিবার মাত্র ১টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ৩ দিন কি করল বুজতে পারছি না। এই তিন দিনে তারা কী অর্জন করেছে তা বুঝতে পারছি না। এছাড়া ডুবে যাওয়া যানবাহনে পচনশীল পন্য রয়েছে। এতোদিনে সব নস্ট হয়ে হয়ে গেছে।

এতে নি:স্ব হয়ে গেছেন বলেও তারা আহাজারি করেন। তাদের যেন সরকারিভাবে সহযোগীতা করা হয় তার দাবিও জানান তারা।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত ৩টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকী ৬টি ট্রাক শনাক্ত করতে পারিনি।

বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, নৌ বাহিনীর, ফায়ার সার্ভিসের ও বিআইডব্লিউটিসির ডুবুরী দল একসঙ্গে কাজ করছে। নিখোঁজ হুমায়ুন কবিরকে আমরা শুক্রবার দুপুর ২টা পর্যন্ত খুঁজে পাইনি।

বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন,  শুক্রবার সকাল থেকে আমরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করছি। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি উপরের দিকে উঠবে। এতে ডুবন্ত ট্রাক ও নিখোঁজের সন্ধান করা হবে।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। এখন পজিশন নিয়ে ফেরি উঠানোর কাজ শুরু হবে।

প্রসঙ্গত, ১৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এসময় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবির। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম। তবে তিনদিনে মাত্র ৩টি ট্রাক উদ্ধার করা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪