• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:০৩:৩৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে ৯৪০০ পিস ইয়াবাসহ আটক ২

১৫ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৬:৩৪

সংবাদ ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

১৪ জানুয়ারি রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চৌদ্দগ্রাম-লাকসাম রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

১৫ জানুয়ারি সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

গ্রেফতার ব্যক্তিরা হলো- বগুড়ার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মো. জহুরুল ইসলাম (৪৫) ও একই থানাধিন সিহালী হাজীপাড়া গ্রামের মো. মিন্টু মিয়া (৪২)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চৌদ্দগ্রাম-লাকসাম রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালায়। ট্রাকে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।এ সময় জহুরুল ও মিন্টুকে আটক করা হয়। 

পরে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি টিনবোঝাই মালবাহী ট্রাক, মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৪৪০ টাকা ও সীম সংযুক্ত দুইটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬