• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৫১:২১ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাট-২ আসনে প্রচারণায় ভিন্ন মাত্রা এনেছেন নৌকার প্রার্থী

২৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১০:১৫

সংবাদ ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ‘দয়া করে হামার স্বপনকে নৌকা মার্কাত এ্যাড্যা করে ভোট দ্যান’। এই স্বপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পোস্টারে আঞ্চলিক ভাষায় ব্যবহার করে প্রচারণায় তিনি এনেছেন ভিন্ন মাত্রা।

এসব লেখা নজর কাড়ছে ভোটারদের। ফলে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তার সমর্থনও বেড়েই চলছে। আঞ্চলিক ভাষা ব্যবহারে সন্তুষ্ট এলাকাবাসী।  

জয়পুরহাটের কালাই উপজেলার সমশিরা এলাকার ভোটার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘ভোট চাওয়ার ভাষার ক্ষেত্রে প্রার্থীদের এরকম বিনয়ী হওয়া উচিত। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার পোস্টারে দয়া ও অনুগ্রহ, শব্দ দু’টি আমার হৃদয় কেড়েছে। যদিও আমি ভোট দিতে এবার কেন্দ্রে যেতাম না, তারপরও এই লেখা দু’টিই আমাকে কেন্দ্রে নিয়ে যাবে।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘ভোটের মালিক জনগণ। জনপ্রতিনিধিরা জনগণের দয়ায় নির্বাচিত হন। আমি ২০০৮ সালের প্রথম নির্বাচন থেকেই জনগণের নিকট ভোট প্রার্থনা করছি। জনগণকে সম্মানিত করা এবং বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনার এই শিষ্ঠাচার সকল জনপ্রতিনিধির মাঝে ছড়িয়ে পড়ুক- এটা আমার প্রত্যাশা। এছাড়াও আমি তৃণমূলে সরাসরি জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি প্রশ্নোত্তর করে আমার জবাবদিহিতা নিশ্চিত করি। সংসদীয় গণতন্ত্রে সরকার সংসদের নিকট দায়বদ্ধ এবং  জনপ্রতিনিধিগণ জনগণের নিকট দায়বদ্ধ।’

উল্লেখ্য, স্বপন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন এই আসনে। এর আগেও তিনি দুইবার এই আসনে নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০