• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:৪৫:৪৮ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনা-৫ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আকরাম হোসেন

২২ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:০২:৫৫

সংবাদ ছবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ শেষ আকরাম হোসেন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম এ রায় দেন। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাইকোর্টে তার প্রার্থিতা বাতিল করা হয়। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই রায় দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। খুলনা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন তার মনোনয়ন বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। সেখানেও তার প্রার্থিতা বাতিল করা হয়।

পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন আকরাম হোসেন। হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করা হলে তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

অবশেষে আপিল বিভাগ বৃহস্পতিবার বিকেলে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৬