• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৪২:২৭ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়গঞ্জে নির্যাতিত এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

১৮ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০৬:২৯

সংবাদ ছবি

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রভাবশালীদের অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে অনেক দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে এক অসহায় পরিবার।

নিজ বাড়িতে থাকার দাবিতে ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি।

উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আল-আমিন ও তার ছোট ভাই আলাউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা দখল নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

এরই এক পর্যায়ে অসহায় পরিবারটির ওপর নানামুখী অত্যাচার-নির্যাতনসহ প্রাণ নাশের হুমকি দেয়। এতে নির্যাতিত রফিকুল ইসলাম আত্মরক্ষায় রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এবছরের ২ মার্চে থানায় দায়ের করা জিডির নম্বর হলো ৮৫।

ঘটনাটি পুলিশি তদন্তে প্রমাণিত হওয়ায় রায়গঞ্জ থানায় নন.এফ.আর.আই প্রসিকিউশন করা হয়। এতে প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলামকে বাড়ি ছাড়তে বাধ্য করে।

দীর্ঘদিন পর ১৮ ডিসেম্বর সোমবার সকালে রফিকুল ইসলাম তার বাড়ির মেরামত কাজ করার জন্য কিছু ইট ভ্যান যোগে নিতে গেলে রাস্তায় খুঁটি গেড়ে রাস্তাটি বন্ধ করে দেয়।

অসহায় পরিবারটি উপায় না পেয়ে রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নির্যাতিত রফিকুল ইসলাম নিজ বাড়িতে অধিকার প্রতিষ্ঠার জন্য সুবিচারের প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪