• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৭:৫২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

২৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৬:০৩

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময মোটরসাইকেলের সিটের ভিতর থেকে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ২৮ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার চকতাল এলাকা থেকে গ্রেফতার ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ২৯ নভেম্বর বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতাররা হলেন, উপজেলার শাহাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে রিপন (৩৫) ও  ঝাড়ঘড়রিয়া এলাকার শাহজাহান আলী খানের ছেলে সোহেল রানা (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, গ্রেফতার রিপন ও সোহেল রানা দুইজন চিহ্নিত মাদক কারবারি। তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সিটের ভেতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬