বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।জানা যায়, ১৯ নভেম্বর বুধবার রাত প্রায় ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ কাম্পের সেনাসদস্যরা পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে হিরা রহমান এবং তার স্ত্রী মৌসুমিকে গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে স্বামী-স্ত্রী দুই জনকে মোট ১ হাজার টাকা অর্থ দণ্ডসহ এক মাসের সাজা দেওয়া হয়।সেনাবাহিনীর নওগাঁ সেনা কাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।