• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৫৪:৩৭ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

১০০টি আসন ও ১০ মন্ত্রী চায় জাতীয় পার্টি

১৯ নভেম্বর ২০২৩ সকাল ১১:১৯:৩৪

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: বৃহত্তর রংপুরের ২২ আসনসহ ১০০ আসন এবং ১০ জন মন্ত্রী ছাড়া জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোট করে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন  দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

১৮ নভেম্বর শনিবার বেলা আড়াইটায় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির জরুরি যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মেয়র মোস্তফা বলেন, বৈঠকে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত দলের চেয়ারম্যানের কাছে জানিয়ে দিয়েছি। প্রথমত আমরা প্রহসনের নির্বাচনে যেতে চাই না। আর যদি আওয়ামী লীগের সাথে মহাজোটবদ্ধ হয়ে নির্বাচন করি তাহলে রংপুর অঞ্চলের ২২ আসনসহ ১০০ আসন এবং ১০ জন মন্ত্রী দিতে হবে।

তিনি বলেন, আসছে নির্বাচনকে দেশ এবং বিদেশে গ্রহণযোগ্য করতে হলে জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগের কোনো গতান্তর নেই।

কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে যৌথ সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক ছাড়াও মহানগরীর সকল ওয়ার্ড, উপজেলা, পৌরসভার সভাপতি সাধারণ ও সাংগঠনিক সম্পাদকরা বক্তব্য রাখেন।  এ সময় তারা বলেন, আওয়ামী লীগের সাথে থেকে আর দালাল হিসেবে চিহ্নিত হতে চায় না জাতীয় পার্টি, তারা আর আওয়ামী লীগের সাথে সংসার করতে চান না। সকাল ১১টায় শুরু হওয়া সভা চলে বেলা আড়াইটা পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪