বকশীগঞ্জে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।২৬ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বকশীগঞ্জ উপজেলার অংশগ্রহণকারীরা।শপথ পাঠ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহারসহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। শপথ পাঠ অনুষ্ঠানে জুলাই এর চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।