• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:০৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে মো. মোশাররফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল জানান, দীর্ঘদিন ধরে শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সকালে স্যালো মেশিন চুরির অভিযোগে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হন।আত্মীয়-স্বজনরা তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন রনি জানান, সকালে ইটনা থেকে স্বজনরা আহত মোশাররফকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক আমরা ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।