• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:০৭:৩৫ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

খেলা

ফুটবল খেলাকে কেন্দ্র করে ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১১:২০

সংবাদ ছবি

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে একাউন্টিং ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একাউন্টিং বিভাগের মুস্তাফিজ নামের এক শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসতে গেলে বিশ্ববিদ্যালয়ের পাশের বিটেক ভবনের ভেতর একাউন্টিং ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মার্কেটিং বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ঘটনার জেরে সন্ধ্যায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হন। তারা ভোলা রোডে একাউন্টটিং বিভাগের শিক্ষার্থীদের খুঁজতে যান, তখন বিটেক ভবনের ভেতরে থাকা একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিগগিরই দুই পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর হোসেন জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে আমরা তিনজন উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। আপাতত উভয় পক্ষকে শান্ত করা গেছে। শিগগিরই দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
২টার মধ্যে শেষ হবে গণনা, জাকসুর ফল সন্ধ্যা ৭টায়
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:০৪


সংবাদ ছবি
ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৮:১০


সংবাদ ছবি
নিঃস্ব ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১২:১০