রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।৩১ আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সালমা ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, কাউখালি আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব, হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া, রাণীরহাট আল আমিন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার হোসেন, ইকবাল আহমেদ বেলাল, সদস্য ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।