• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪৩:২৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গুলি: পাঁচ সেনা আহত, হামলাকারী আটক

৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:২৪:৫৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ৬ আগস্ট বুধবার সকালে সেখানে এক সেনা নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। পরে হামলাকারী সেনাকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, আহতদের মধ্যে দু’জনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। অপর তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।

হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, এ সেনা যখন হামলা শুরু করেন তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর গুলি চালালেন সেটি এখনো জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ