• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৫৬:১৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০০

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি : উপকূলীয় অক্সফোর্ড নামে খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) যেন প্রকৃতি ও স্থাপত্যের এক অপরূপ মিলনক্ষেত্র। এই ক্যাম্পাস জুড়ে রয়েছে সৌন্দর্যের এক শান্ত ও মায়াবী পরিবেশ, যা যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য।

Ad

নোবিপ্রবি ক্যাম্পাসের অন্যতম প্রধান আকর্ষণ হলো নীলদীঘি। এক ফালি প্রশান্তি ক্যাম্পাসের কেন্দ্রে রয়েছে সুবিস্তৃত নীলদীঘি। এর স্বচ্ছ ও নির্মল জলরাশি এক ঝলক দেখলেই মনকে সতেজ করে তোলে। দীঘির চারপাশ ঘিরে থাকা সারি সারি নারিকেল গাছ এক অপরূপ শোভা যোগ করেছে।
সকাল-সন্ধ্যায় দীঘির নির্মল বাতাস শরীর ও মনকে সতেজ করে। ক্লাসের অবসরে, দীঘির চারপাশে রাখা বেঞ্চগুলো হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রিয় আড্ডাস্থল—একটুখানি স্বস্তি ও সজীবতার কেন্দ্র।

Ad
Ad

অতিথি পাখির অভয়ারণ্য ক্যাম্পাসের আরেক সৌন্দর্যের স্থান হলো বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত ময়নাদ্বীপ। শীতকালে এই দ্বীপে গড়ে ওঠে হাজারো প্রজাতির বিদেশি পাখির অভয়ারণ্য। পাখিদের কিচির-মিচির শব্দ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে যেন বহুগুণ বাড়িয়ে দেয়।

শীতকালে কেন্দ্রীয় খেলার মাঠের বাইরের অধিকাংশ স্থানজুড়ে থাকে কাশফুলের অপরূপ সমারোহ। কাশফুলের শুভ্রতা এমন মায়াময় পরিবেশ সৃষ্টি করে যে, যে কেউ সেখানে হারিয়ে যেতে চাইবে। ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমান প্রকৃতির এই মুগ্ধতা উপভোগ করতে।
ক্যাম্পাসের অভ্যন্তরে রয়েছে একটি শহীদ মিনার, যা আমাদের মহান ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। শহীদ মিনারকে কেন্দ্র করে এর চারপাশে সৌন্দর্যবর্ধক গাছপালা রোপণ করা হয়েছে, যা ইতিহাসের প্রতি শ্রদ্ধার পাশাপাশি পরিবেশের সৌন্দর্যকেও ফুটিয়ে তোলে।

প্রশাসনিক ভবনের সামনের গোলচত্বর হলো ক্যাম্পাসের কেন্দ্রবিন্দু। এটিকে সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির সুগন্ধযুক্ত ফুলের বাগান দিয়ে, যা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে।

কেন্দ্রীয় মসজিদের সামনের বিশাল অংশ এবং ক্যাম্পাসের রাস্তার ধারগুলোতেও ঋতুভেদে বিভিন্ন প্রকার ফুল ও সৌন্দর্যবর্ধক গাছে সজ্জিত হয়। ফুলের এই বৈচিত্র্য ক্যাম্পাসকে বছরজুড়েই এক আকর্ষণীয় রূপে ধরে রাখে।

দিনের কোলাহল শেষে, রাতের বেলায় ক্যাম্পাসের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। যখন নীরবতা নেমে আসে, তখন এখানকার শান্ত, স্নিগ্ধ ও শুনশান পরিবেশ এক মায়াবী আবহের সৃষ্টি করে।

রাস্তার দু'ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা সারি সারি ল্যাম্পপোস্টের ঝলমলে আলো রাতের ক্যাম্পাসকে এক ভিন্ন রূপ দেয়। ল্যাম্পপোস্টের হলুদ-সাদা আলোর মালায় আলোকিত পথ ধরে হেঁটে চললে, সেই নিরিবিলি পরিবেশে যেকোনো মুগ্ধতা অনুভব করা যায়। রাতের এই শান্ত ও উজ্জ্বল পরিবেশটি সহজেই যে কারও দৃষ্টি আকর্ষণ করে এবং মুগ্ধ করে তোলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
টাঙ্গাইলে রোপা আমন চাষে সাফল্য
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৩৭


সংবাদ ছবি
হারাগাছে দুই মাদক কারবারি গ্রেফতার
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:০৭



সংবাদ ছবি
ভারতে তিন বছরের শিশুর বিশ্বরেকর্ড
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৩৪



সংবাদ ছবি
রাজশাহীতে তীব্র সার সংকট, বিপাকে আলু চাষিরা
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:১২


Follow Us