• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:১৯:১৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৮:২৫

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে।

৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশির উদ্দিন বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে।

পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬